
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলা থেকে জঙ্গি সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আর তা নিয়ে পুলিশ মহলে বাড়ছে উদ্বেগ। ছদ্মবেশে জঙ্গিরা রাজ্যে ঢুকে পড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। শাল ব্যবসার নামে সম্প্রতি উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁয় বেশ কিছু যুবক ঘাঁটি গেড়েছেন। তাঁদের ব্যাপারে খোঁজখবর নিতে বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ পুলিশকে চিঠি দিয়েছেন।
সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কয়েকজনকে জঙ্গি সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে। উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হেমনগর উপকূল থানার পুলিশও সন্দেহভাজন কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। যদিও তাঁরা পুলিশের কাছে ফেরিওয়ালা বলে নিজেদের পরিচয় দিয়েছেন। ফেরিওয়ালার ছদ্মবেশে জঙ্গিরা ঢুকে পড়তে পারে বলে পুলিশ আশঙ্কা প্রকাশ করছে। সেই একই আশঙ্কা প্রকাশ করেছেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠও। তিনি বনগাঁ থানায় বিষয়টি নিয়ে একটি চিঠি দিয়েছেন। তিনি তাতে লিখেছেন, 'ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ শহরে কাশ্মীর থেকে আসা ফেরিওয়ালাদের সংখ্যা বাড়ছে। কাশ্মীর থেকে আশা ওই যুবকরা শাল ও শীতের পোশাকের দোকান খুলেছেন। যত দোকান তাঁরা করছেন, শীতের পোশাকের তত ক্রেতা বনগাঁয় নেই। শীতের পোশাক বিক্রি করতে কারা আসছেন, তাঁদের কোনও তথ্য পুরসভার কাছে নেই। সাধারণ মানুষের সুরক্ষার জন্য তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া প্রয়োজন। বনগাঁ শহরে আসা ফেরিওয়ালা ওই যুবকদের সম্পর্কে তদন্ত করা হোক।'
সংবাদমাধ্যমকে গোপালবাবু বলেছেন, 'বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ এখন মৌলবাদী জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে রয়েছে। আমাদের বনগাঁ শহর বাংলাদেশ সীমান্তে অবস্থিত। তাই, বাইরে থেকে শাল ব্যবসার নাম করে কারা আসছেন, তা তদন্ত করে দেখা দরকার। সেটা দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছি।'
প্রসঙ্গত, প্রতিবছর কাশ্মীর থেকে বহু শাল ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন জেলায় আসেন। বছরের পর বছর ধরে তাঁরা বাংলায় আসেন। গ্রামে গ্রামে ঘুরে তাঁরা শাল ও শীতবস্ত্র বিক্রি করেন। গরম পড়লে তাঁরা আবার ফিরেও যান। পরের বছর শীতের আগে আবার তাঁরা আসেন। বর্তমানে তাঁদের অনেকে শীতবস্ত্রের দোকানও করেছেন।
কিন্তু হরিহরপাড়া ও ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে কয়েকজন গ্রেফতার হওয়ার পরেই ভিনরাজ্য থেকে আসা শাল ব্যবসায়ীদের ব্যাপারে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরবাসীর নিরাপত্তার কথা ভেবে বনগাঁর পুরপ্রধান কাশ্মীর থেকে আসা শাল ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজখবর নিতে পুলিশের কাছে আবেদন করেছেন।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে